About Us

মাস্টারক্লাসের যাত্রা শুরু হয়েছিলো ১৭ জানুয়ারি, ২০২০ তারিখে চট্টগ্রামে। ব্যাংক জব নিয়োগ প্রস্তুতির জন্য প্রাইভেট ব্যাচ প্রোগ্রাম হিসেবে যাত্রা শুরুর প্রারম্ভেই সাড়া ফেলেছিলো প্রতিষ্ঠানটি। তবে শুরুর মাত্র দুই মাসের মধ্যেই কোভিড-১৯ এর প্রাদুর্ভাব শুরু হওয়ার কারণে পরবর্তীতে অফলাইন প্রোগ্রাম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। জানুয়ারি , ২০২২ থেকে পুনরায় মাস্টারক্লাসের কার্যক্রম পুরোদমে শুরু হয়। আমাদের অফলাইন কার্যক্রম শুধুমাত্র চট্টগ্রামকেন্দ্রিক হওয়ার কারণে সারাদেশ থেকে আসা প্রচুর অনুরোধ রক্ষা করতে অনলাইনে ব্যাংক জব নিয়োগ প্রস্তুতি কার্যক্রম শুরু হয় জুলাই’২০২২ থেকে। অফলাইন এবং অনলাইন দুই প্ল্যাটফর্মেই ব্যাংক জব নিয়োগ প্রস্তুতিসহ অন্যান্য প্রোগ্রামে মাস্টারক্লাস সেরা শিক্ষক, সর্বোচ্চ মানের লার্নিং ম্যাটেরিয়াল এবং যুগপোযোগী আইটি প্ল্যাটফর্ম নিশ্চিত করার জন্য শুরু থেকেই কাজ করে যাচ্ছে। বর্তমানে ব্যাংক জবের পাশাপাশি মাস্টারক্লাস প্রাথমিক শিক্ষক, দুদক-এনএসআইসহ সরকারি বিভিন্ন নিয়োগ এবং আইবিএ ভর্তি প্রস্তুতি কার্যক্রমে তাদের সেবা বিস্তৃত করেছে। মাস্টারক্লাসের অনলাইন প্ল্যাটফর্মে ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি শাণিত করার জন্য রয়েছে দিকনির্দেশনামূলক ব্লগ, ফ্রি ম্যাটেরিয়াল এবং মডেল টেস্ট।


Mission

To develop bridges across the learning gaps that students experience throughout their early educational life through interactive classes, regular mock sessions, and effective career counseling sessions.

 

Vision

To ensure a sustainable tech-based training platform in Bangladesh that will help the younger generation to secure white-collar jobs at home and abroad, and thus create a skilled generation to develop the country.